
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণির ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থার আওতায় ১৫ লাখেরও বেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন এ তথ্য জানায়। ইসি সূত্র অনুযায়ী, সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১১ হাজার ৪৯৭ জন। এছাড়া আরও ৬ হাজার ৬৬ জন ভোটারের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে।
নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৬৪ হাজার ১১৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ৩৭৭ জন। দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৪৮ হাজার ৪২৪ জন ভোটার।
এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচন দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দিদের জন্যও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে—২ লাখ ৩৬ হাজার ৪০১ জন। অন্যদিকে জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে একজন করে ভোটার নিবন্ধন করেছেন। সব মিলিয়ে বিশ্বের প্রায় ৬০টি দেশ থেকে প্রবাসীরা পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরই পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হবে। পোস্টাল ভোটাররা সাধারণ ভোটারদের তুলনায় অন্তত ২০ দিন আগে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নিবন্ধন সম্পন্ন হওয়া ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। এর সঙ্গে থাকবে ফিরতি খাম। সংসদ নির্বাচনের ব্যালট পেপারে প্রার্থীর নাম নয়, শুধু প্রতীক থাকবে। গণভোটের জন্য দেওয়া হবে আলাদা ব্যালট পেপার।
ভোটাররা নির্ধারিত ব্যালটে ভোট দিয়ে খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্টবক্সে জমা দেবেন। সেখান থেকে ব্যালট সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। ভোটের দিন অন্যান্য ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটও গণনা করা হবে। তবে নির্ধারিত সময়ের পর পৌঁছানো ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


মন্তব্য লিখুন
আরও খবর
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই:...
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর...
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি:...
মনোনয়ন আপিলে ৮ম দিনের শুনানি নিচ্ছে ইসি
মনোনয়ন আপিলে ৮ম দিনের শুনানি নিচ্ছে...
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র...
প্রার্থিতা বাতিল ও বহালের বিষয়ে ইসির চলছে ষষ্ঠ...
প্রার্থিতা বাতিল ও বহালের বিষয়ে ইসির...
মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীদের বিটিআরসির সতর্কবার্তা
মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীদের বিটিআরসির সতর্কবার্তা