• সারাদেশ
  • আখাউড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আখাউড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

৬:১২ পূর্বাহ্ণ , ৭ জানুয়ারি ২০২৬
আখাউড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুআখাউড়ায় অগ্নিকাণ্ডে তুলার ফ্যাক্টরি ও কনফেকশনারি পুড়ে ছাই
লার কারখানা, একটি গোডাউন ও দুটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকান্ডে তুলা, মেশিন, দোকানের নানা প্রকারের পণ্যসহ সবকিছু পুড়ে অন্ত:ত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সহায়তার প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফ্যাক্টরির মালিক মো. রুবেল মিয়া বলেন, দরুইন এলাকায় আমার একটি তুলার কারখানা, গোডাউন, ২টি মুদিমাল দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় কারখানাতে শ্রমিকরা কাজ করছেন। দুপুর বেলায় হঠাৎ করে মেশিন চলাকালে মিটারে আগুন লেগে যায়। আগুন মুহুর্তের মধ্যে কারখানাসহ পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রæত এসে আগুন নিভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন। এসময় স্থানীয় লোকজনরাও তাদের সাথে সহযোগিতা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও মুহুর্তের মধ্যে তুলার কারখানা, গোডাউন ও ২ টি মুদি মালের দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। তিনি বলেন, অনেক কষ্টে এগুলো করা হয়েছিল। আগুনে পুড়ে আমার সব কিছু শেষ হয়ে গেছে।

আখাউড়া ফায়ার সার্ভিস অফিসার মো. নান্নু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তুলার কারখানা, গোডাইনসহ ২টি দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য লিখুন

আরও খবর