• খেলাধুলা
  • ক্রিকেট স্টেডিয়ামে মেজাজ হারিয়ে, তেড়ে গেলেন তামিম

ক্রিকেট স্টেডিয়ামে মেজাজ হারিয়ে, তেড়ে গেলেন তামিম

৩:৩১ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২৫
ক্রিকেট স্টেডিয়ামে মেজাজ হারিয়ে, তেড়ে গেলেন তামিম

(সীমান্ত টিভি ক্রীড়া ডেস্ক)  সিলেট ক্রিকেট স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে ক্রিকেট স্টেডিয়ামে মেজাজ হারাতে দেখা যায়, যা ম্যাচ শেষে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল প্রায় জয় নিশ্চিত বলেই মনে করেছিল। তবে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান এক অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে শেষ ওভারে ৩০ রান সংগ্রহ করেন।

ম্যাচ শেষে তামিম ইকবালকে রংপুরের ড্রেসিংরুমে থাকা একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও তাকে থামানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর এসে তামিমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

মন্তব্য লিখুন

আরও খবর