• বিনোদন
  • গান গাইতে গিয়ে পুলিশের হাতে আটক জনপ্রিয় গায়ক হার্ডি সান্ধু

গান গাইতে গিয়ে পুলিশের হাতে আটক জনপ্রিয় গায়ক হার্ডি সান্ধু

৮:০৬ পূর্বাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২৫

সীমান্ত টিভি বিনোদন: পুলিশের হাতে আটক হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক হার্ডি সান্ধু। শনিবার রাতে চণ্ডীগড় পুলিশ তাকে আটক করে। ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। শোয়ের ঠিক আগেই হার্ডিকে পুলিশ আটক করে অনুমতি ছাড়া পারফর্ম করার অপরাধে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চণ্ডীগড় সেক্টর ৩৪-এর এক ফ্যাশন শোয়ে লাইভ গান গাইছিলেন হার্ডি। তবে, আগে থেকে কোনও পারমিশন নেওয়া ছিল না, যার কারণে পুলিশ তাকে আটক করে। এ ছাড়া, হার্ডির অনুষ্ঠানের মাঝে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, যা নিয়ে অনুষ্ঠান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

গায়ককে নিয়ে যাওয়া হয়েছিল ৩৪ নম্বর সেক্টর থানায়। তবে আয়োজকরা প্রয়োজনীয় অনুমতিপত্র দেখালে তাকে মুক্তি দেওয়া হয়। তবে, পুলিশের হাত থেকে ছাড়া পেলেও শো না করেই শহর ছেড়ে চলে যান সান্ধু।

হার্ডি সান্ধু একজন ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে প্রথম দিকেই হাঁটুতে চোট পেয়ে খেলা ছেড়ে দেন।

২০১৬ সালে ‘৮৩ সিনেমায় মদনলাল চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন। সর্বশেষ তিনি ‘কোড নেম তিরাঙ্গা’ সিনেমায়, যেখানে পরিণীতি চোপড়ার বিপরীতে অভিনয় করেছিলেন।