
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতের বিএনপি হবে গণতন্ত্রের দৃঢ় ভিত্তির ওপর দাঁড়ানো একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক দল।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। অতীতের সাফল্য ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আমরা ভবিষ্যতে আরও শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি গড়ে তুলতে চাই।
তিনি স্মরণ করেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিকাশ ও প্রবাসীদের বৈদেশিক মুদ্রা প্রেরণের সূচনা বিএনপির শাসনামলেই হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দুর্ভিক্ষপীড়িত দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় এবং বিদেশে খাদ্য রপ্তানিও শুরু করে।
বাকশাল যুগের প্রেক্ষাপটে তিনি বলেন, যখন দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল, তখন বিএনপির হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিল। এই ইতিহাসই আমাদের অনুপ্রেরণার উৎস।
রাজনীতিতে জবাবদিহিতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, অভিযোগ আসতেই পারে, তবে আমরা সেই অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করি। সুযোগ পেলে প্রমাণ করব, কীভাবে প্রকৃত জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায়। এটি একদিনে সম্ভব নয়, কিন্তু ধারাবাহিক প্রচেষ্টায় তা নিশ্চিত করব।
তিনি আরও বলেন, “দেশ গঠনের কাজে শুধু রাজনীতিবিদ নয়, সাধারণ নাগরিকরাও অংশীদার। আমরা চাই জবাবদিহিতার একটি সংস্কৃতি তৈরি করতে, যেখানে জনগণের মতামতই হবে মূল শক্তি।
প্রবাসজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, “গত ১৭ বছর প্রবাসে থেকে দলের দায়িত্ব পালন করছি। আমার পরিবার বিশেষ করে স্ত্রী ও সন্তানের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।
সাক্ষাৎকারের শেষাংশে তিনি দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “নানা বাধা-বিপত্তি ও দমন-পীড়নের মধ্যেও যারা রাজপথে সক্রিয় থেকেছেন, জনগণের পক্ষে লড়েছেন তাদের ধন্যবাদ জানাই। যুক্তরাজ্যে থেকে যা শিখেছি, সুযোগ পেলে সেই অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগাতে চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শফিকুল আলম
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে:...
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল...
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য:...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা...