• জাতীয়
  • আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে: সিইসি

আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে: সিইসি

১০:১০ পূর্বাহ্ণ , ২৩ আগস্ট ২০২৫
আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে: সিইসি

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যেই চলমান রয়েছে। তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। এমন পরিস্থিতিতে কেন্দ্র দখল করলে ভোট বাতিল হবে।

সংখানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে বিতর্ক সম্পর্কে তিনি বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। যদি আইন পরিবর্তন হয়, তখন বিষয়টি হবে।
এক প্রশ্নের জবাবে সিইসি জানান, সরকার নির্বাচনের বিষয়ে তাকে কোনো চাপ দেয়নি। যদি দেয়, তিনি পদত্যাগ করবেন।

তিনি আরও জানান, সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। যারা পূর্বের নির্বাচনে অনিয়ম করেছেন, তাদের নির্বাচন দায়িত্বে রাখা হবে না।

মন্তব্য লিখুন

আরও খবর