• রাজনীতি
  • আমরা কারো দাবা গুটি হতে চাইনা: জামায়াত আমির

আমরা কারো দাবা গুটি হতে চাইনা: জামায়াত আমির

১০:৪১ পূর্বাহ্ণ , ২২ ফেব্রুয়ারি ২০২৫

সীমান্ত টিভি নউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলে, তাহলে আমরা কারো দাবার গুটি হবো না। কেউ আমাদের সাথে খেলবেন, তা পছন্দ করি না।

আজ সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘চব্বিশের নিহত ও আহতদের রক্ত, জীবন ও আবেগকে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি, কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি। কিন্তু এ আহ্বান কেয়ামত পর্যন্ত জানাবো না।

তিনি আরো বলেন দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এবং জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা, অধ্যায় তৈরি না হয়। তার থেকে ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।