
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা থেকে দেশের ৬৪টি জেলার উদ্দেশে রওনা দেন মিশনের ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক।
এ উপলক্ষে সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা এই মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়ন সম্ভব হবে।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের ক্ষেত্রে একটি সুসংগঠিত ও পরীক্ষিত পদ্ধতি অনুসরণ করে থাকে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার একটি ভারসাম্যপূর্ণ ও গভীর বিশ্লেষণ উপস্থাপন করা হয়। মাঠপর্যায়ের পর্যবেক্ষকরা আঞ্চলিকভাবে নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং ঢাকাভিত্তিক মূল দলের বিশেষজ্ঞদের বিশ্লেষণ কার্যক্রমে সহায়তা করবেন।
ইন্ডা লাসে আরও বলেন, পর্যবেক্ষকরা দুইজন করে দলে বিভক্ত হয়ে কাজ করবেন। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রাম ও ছোট শহরেও তারা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি জানান, এই পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। মাঠে নামার আগে তাদের বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, আইনি কাঠামো, গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণেই ইউরোপীয় ইউনিয়নের এই পর্যবেক্ষণ মিশন কাজ করছে। মিশনের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। তিনি গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম শুরু করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই:...
কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর...
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি:...
তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে উধাও বাইকার
তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে...
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার জয় শাহীন
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার...
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সম্পাদক ও প্রকাশক...
গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সম্পাদক...
মনোনয়ন আপিলে ৮ম দিনের শুনানি নিচ্ছে ইসি
মনোনয়ন আপিলে ৮ম দিনের শুনানি নিচ্ছে...