• জাতীয়
  • দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেফতার, কারাগারে প্রেরণ

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেফতার, কারাগারে প্রেরণ

৬:২৭ পূর্বাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২৫
দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেফতার, কারাগারে প্রেরণ

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠার প্লট নেওয়ার ঘটনায় দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সকালে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতেই মামলার শুনানি শুরু হয়। এসময় আসামিপক্ষে আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত আবেদন খারিজ করেন।

এর আগে গত ৬ আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় খায়রুল হকসহ মোট আটজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য আ.ই.ম গোলাম কিবরিয়া, মো. আবু বক্কার সিকদার, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, আখতার হোসেন ভুইয়া, সাবেক যুগ্ম সচিব এম মাহবুবুল আলম ও নাজমুল হাই।

মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর ২ নম্বর শিক্ষা সম্প্রসারণ সড়কে (নায়েম রোড) খায়রুল হকের পৈতৃক বাড়ি থাকা সত্ত্বেও তিনি প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালীন মিথ্যা তথ্য দিয়ে ও প্রতারণার মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দ নেন। বরাদ্দের শর্ত ভঙ্গ করে তিনি নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে অবসরের কয়েক বছর পর সুদবিহীনভাবে টাকা জমা দেন। এতে সরকারের প্রায় ৪ লাখ ৭৪ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দুদকের অভিযোগ।

এর আগে গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সেদিনই যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে একের পর এক গ্রেফতার দেখানো হয় এবং রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।