• জাতীয়
  • নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক

৬:২৭ পূর্বাহ্ণ , ২৭ নভেম্বর ২০২৫
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনে গুরুত্বপূর্ণ বৈঠক

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৬ নভেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র জানায়, নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে কতজন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন—সেই বিষয়েও আজকের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

ইসি সূত্র মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৭ লাখের বেশি সদস্য। এর মধ্যে শুধু ভোটকেন্দ্রেই আনসার-ভিডিপির সদস্য থাকবেন প্রায় সাড়ে ৫ লাখ। সশস্ত্র বাহিনীর সদস্য থাকবেন ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডও মাঠে থাকবে নিরাপত্তার দায়িত্বে।

মন্তব্য লিখুন

আরও খবর