• আন্তর্জাতিক
  • “নিষ্ঠুরভাবে জিজ্ঞাসাবাদ” ইসরায়েল কর্তৃক সিরিয়ায় আটক ফরাসি সাংবাদিক

“নিষ্ঠুরভাবে জিজ্ঞাসাবাদ” ইসরায়েল কর্তৃক সিরিয়ায় আটক ফরাসি সাংবাদিক

৪:৩৭ অপরাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২৫
"নিষ্ঠুরভাবে জিজ্ঞাসাবাদ" ইসরায়েল কর্তৃক সিরিয়ায় আটক ফরাসি সাংবাদিক

(সীমান্ত টিভি নিউজ ডেস্ক) সিরিয়ার গোলান হাইটসে রিপোর্ট করার সময় ইসরায়েলি সৈন্যদের দ্বারা নিষ্ঠুরভাবে জিজ্ঞাসাবাদের পর আটক ফরাসি সাংবাদিক সিলভেইন মেরকাডিয়ের ও তার সিরীয় কর্মী।

সাংবাদিক সিলভেইন মেরকাডিয়ের বলেন, ইসরায়েলি বাহিনী আমাদের কম্পিউটারগুলো দখল করার চেষ্টা করে, ‘নিষ্ঠুরভাবে’ প্রহার করার পর আমাদের আটক করে এবং হাত পিছমোড়া করে হ্যান্ডকাফ লাগিয়ে মুখে কাপড় গুঁজে দেয়।

সাংবাদিক বলেন, ‘আমাদেরকে দখলকৃত গোলান হাইটসে ইসরায়েলি বাহিনী কর্তৃক সামরিক ঘাঁটির একটি অকেজো ভবনে নিয়ে যায়। টানা চার ঘণ্টা আমাদের ‘অপমানিত ও লাঞ্ছিত’ করে। মেঝেতে পা ক্রস করে বসে থাকতে বাধ্য করে। তখনও হাত পিছমোড়া করে হ্যান্ডকাফ লাগানো ছিল। সৈন্যরা আমাদের ওপর খারাপ আচরণ ‘অপমানিত ও লাঞ্ছিত’ করেছে ।

ফরাসি এই সাংবাদিক আরও জানান, আমাদের বারবার জিজ্ঞাসাবাদ করা হয়, ভয় দেখানো হয়, হুমকি দেয়া হয়। আমরা যখন সেনাবাহিনীর কাজে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাই, ফোন খোলার অনুরোধ প্রত্যাখ্যান করি, তখন আমাদের মাটিতে ফেলে মারধর করা হয়। সৈন্যরা আমাদের হাতকড়া পড়িয়ে ঠান্ডা মেঝেতে ফেলে আমাদের নিয়ে হাসি-মশকরা করতে থাকে।

গত ১০ জানুয়ারি ‘এক্স-এ’ এক পোস্টে মেরকাডিয়ের লিখেছেন, ‘আমরা কিছুই করিনি, শুধু আমাদের কাজ করেছি: সাংবাদিকতা। যখন সেনাবাহিনী আমাদের ভিডিও করা বন্ধ করতে বলেছিল, আমরা তা বন্ধ করেছি। যখন তারা আমাদের গাড়ি তল্লাশি করেছিল, আমরা তাদের তল্লাশি করতে দিয়েছি। কিন্তু যখন তারা গাড়িতে থাকা ল্যাপটপটি জব্দ করতে চেয়েছিল। আমার সিরীয় কর্মী ‘মুহাম্মদ’ এর বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকেসহ আমাকেও আটক করে।

ইসরায়েলি সেনারা গত বছর ৮ ডিসেম্বর সিরিয়ার কুনেতিরা অঞ্চল থেকে মেরকাডিয়ের এবং তার সিরীয় কর্মীকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদের শেষে তাদের ব্যক্তিগত যন্ত্রপাতি, সিম কার্ড, ফোন, ক্যামেরা এবং মেমরি কার্ড সামগ্রী রেখে অন্য একটি গ্রামে নিয়ে মুক্তি দেয়া হয়।

গত ৮ ডিসেম্বর ৬১ বছর বয়সী বাদশাহ ‘শাসিত বাত’ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সেনা হামলা বেড়েছে। ইসরায়েলি সেনারা গোলান মালভূমিতে তাদের দখল বৃদ্ধি করছে এবং দামেস্ক থেকে ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) ভিতরে প্রবেশ করেছে।

মন্তব্য লিখুন

আরও খবর