
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় আরেকটি যুদ্ধবিরতির জন্য আরেক দফা চুক্তির প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। সম্মেলনে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন,আমরা জিম্মিদের বের করে আনতে চাই। জিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে। তাদের মুক্তি একটি দীর্ঘ প্রক্রিয়া।
গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, গাজা উপত্যকা এখন এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এটি এমন একটি বিপজ্জনক স্থান, যা পুনর্গঠনে বহু বছর লেগে যাবে। আমি বুঝে উঠতে পারছি না, ইসরায়েল কেন অতীতে গাজা ছেড়ে দিয়েছিল। এখন অনেক দেশই চায় ফিলিস্তিনিদের দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিতে এবং তাদের নিজেদের দেশে গ্রহণ করতে।
ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা প্রতিবছর ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছি এবং এই সমর্থন অব্যাহত থাকবে। আমরা গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের শরীরে কোনো আঘাত দেখিনি, কিন্তু তাদের আত্মা ক্ষতবিক্ষত। আমি ১০ জন মুক্তিপ্রাপ্ত জিম্মির সাক্ষাৎকার নিয়েছি, যারা হামাসের নিষ্ঠুরতা নিজের চোখে দেখেছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা পূরণে সবচেয়ে সফল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন। এ সময় নেতানিয়াহু তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্র বাণিজ্যে ঘাটতি দূর করাই হবে সময়ের দাবি। তিনি মনে করেন, এটাই সঠিক পথ।
মন্তব্য লিখুন
আরও খবর
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন...
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার...
গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত:...
গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন...
৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত ও প্রকাশের...
৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত...
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্ত, সামরিক অভিযান বন্ধ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্ত, সামরিক অভিযান বন্ধ
শাহবাগে দ্বিতীয় দিনের মতো উত্তাল ছাত্র-জনতার বিক্ষোভ
শাহবাগে দ্বিতীয় দিনের মতো উত্তাল ছাত্র-জনতার...
সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রা, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রা, দায়িত্বে অবহেলায় তিন...