
লেখক: মোহাম্মদ মহিবুর রহমান
প্রচ্ছদ: লিটন হালদার
প্রকাশক: রাজিয়া রহমান
জাগৃতি প্রকাশনী
মূল্য: ২৪০ টাকা
বইমেলায় যখন একজন লেখকের প্রথম বই প্রকাশ হয়। তখন সে আনন্দ আর ভেতরের উপলব্ধি প্রকাশের যথার্থ ভাষা খুঁজে পাওয়া কঠিন। জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মোহাম্মদ মহিবুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থ উপলব্ধি। বইটি যেদিন প্রথম স্টলে এলো প্রচ্ছদ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরপর কিছু কবিতা পড়ে ভালো লাগলো। কবিতা নিয়ে লেখা নিয়ে আধুনিক লেখকদের ঘোর আপত্তি।
সব কথা আমার কথা নয়, আমি চারপাশে যা দেখি,শুনি আর আমার মতো করে যদি বলি। আর তার সব কথা যদি আমার কথাই হয়। কেন লোকে আমায় ভালো মন্দ কয়?আমার লেখা আমার কথা তো আমার অন্তর আরশী। সাহসের সাথে স্বীকারোক্তি দিতে পারাটাই আদর্শ।
কবি প্রথম কাব্যগ্রন্থ উপলব্ধি থেকে বইমেলায় দাঁড়িয়ে একটা কবিতা আবৃত্তি করেছিলাম। কবিতার শিরোনাম ছিল, “কমনসেন্স থাকা চাই” কবির বই প্রকাশ হয়েছে বাংলাদেশে আর কবি বসবাস করেন প্রবাসে। সবার কন্ঠে কবিতা শুনছেন, নিজের বইয়ের ছবি দেখছেন স্পর্শ করতে পারছেন না নিজ সৃষ্টি। জানি না এ অনুভূতি কেমন? কেমন করে তখন মন? কাব্যগ্রন্থ গ্রন্থের নামের সাথে কবিতাগুলোর ইতিবাচক অর্থবোধক মিল আমাকে বিস্মিত করেছে। বইটির সবগুলো কবিতা জীবন,সমাজ আর বাঙালি জাতীয়তাবোধের আলোয় আলোকিত। কবিতাগুলো সাতটি ভাগে, সাতটি শিরোনামে ভাগ করা হয়েছে। শ্রদ্ধার্ঘ, সচেতনতামূলক এবং ইসলামিক,অংক আর খেলা,প্রতি লাইনে তিনটি শব্দের কবিতা,বস্ত এবং স্থান,বিবিধ ও শান্তি। আশির অধিক কবিতা সংযুক্ত হয়েছে কাব্যগ্রন্থটিতে। সহজ সরল সুন্দর শব্দ বাক্য ছন্দ আর অন্তমিল।
প্রতিটি কবিতা দায়িত্ব আর দায়বদ্ধতা থেকে লেখা। যা পাঠে বিবেকের আয়না স্বচ্ছ হবে। দায়িত্ববোধ কবিতাটি চমৎকার।আমরা ধর্ম পালন করি কিন্তু সঠিক ভাবে এর গুরুভাব কজনে বুঝি। ইনসাফ, কিসের এত বড়াই,মাহে রমজানের শিক্ষা, আমি যখন থাকবো না এই কবিতাগুলোতে কবি চমৎকার করে মূলকথা গুলো বর্ণনা করেছেন। অংক আর খেলার কবিতাগুলো শিক্ষণীয়, পাটিগণিত,বীজগণিত,জ্যামিতি,সরল অংক, ফুটবল,টি টোয়েন্টি এই কবিতায় ছন্দ তালে খেলায় জীবনের জ্ঞান দিয়েছেন কৌশলে। এখানে এই কবিতাগুলো সফল কবিতা।
একে একে সব কবিতা সহজে আমি পড়ে ফেলেছি। সব কবিতায় পেয়েছি ইতিবাচক দিক নির্দেশনা। কবির নীতি, নৈতিকতা,আদর্শ মুল্যবোধ যা তিনি নিজের মধ্যে ধারণ করেন লালন পালন করেন সেটাই পাঠকের জন্য প্রকাশ করেছেন। এখানে তার কবিতা গুলো সুন্দর আর সার্থক। আমি নিজেও একজন লেখক আর কবিতা লেখা দিয়ে আমার লেখালেখি শুরু। তবে যখন কারো লেখা পড়ি তখন লেখক সত্ত্বা থেকে বের হয়ে এসেছে একজন পাঠক রূপে লেখার আনন্দ, উৎসব,বোধকে উপলব্ধি করার মন নিয়ে আমি পড়ি। আর লেখা আর লেখকের সৃজনের আলোচনা, সমালোচনা করার ক্ষেত্রে পাঠক রূপে পাঠকের জন্য পর্যালোচনা করি। কবির প্রথম কাব্যগ্রন্থ হিসেবে কবিতাগুলো চমৎকার আর বিশ্লষণধর্মী। সবার পাঠ উপোযোগি। মানুষের জীবনের চলার পথে বোধ, জ্ঞান,প্রজ্ঞার উপলব্ধি খুব জরুরি। বইটি নতুন ও তরুণ প্রজন্মের জন্য খুব সহায়ক হবে। স্কুল কলেজের উপহারে এই বইটি তালিকায় রাখা উচিত। কবিতার ভাষায় সহজে শৈল্পিক সুন্দরে বিবেক জাগ্রত করতে, মূল্যবোধ তৈরি করতে বইটি অবশ্যই ভূমিকা রাখবে। সত্যিকথা বলতে চারপাশে একটা অস্থির সময় আর নীতিহীন ঝড়ো বাতাসের ধূলা উড়ছে। এই সময় আমরা যারা কলম ধরি তাদের দায়িত্ববোধ আছে। প্রবাসে বসবাস করেও লেখক যে দায়বদ্ধতা থেকে বইটি প্রকাশ করেছেন সেজন্য ধন্যবাদ।
আশা রাখবো লেখক তার লেখা চলমান রাখবেন। বিবেক জাগ্রত রাখায় অবদান রাখবেন। দ্বিতীয় কব্যগ্রন্থের জন্য অপেক্ষা থাকলো। বইটির পাঠক প্রিয় হোক এই প্রত্যাশা।
মেহবুবা হক রুমা
(কবি ও লেখক)
মন্তব্য লিখুন
আরও খবর
কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা
কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা
তিন শব্দের ভাবনা ও কিছু কথা
তিন শব্দের ভাবনা ও কিছু কথা