
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকলেও তা দৃশ্যমান ও পূর্ণ গতিতে চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবেই। বিচারকে কেউ যেন হতাশার চোখে না দেখে।
সোমবার সন্ধ্যায় (৭ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘শ্রাবণ বিদ্রোহ (জুলাই আপরাইজিং)’ তথ্যচিত্রের প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্রটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা আরিফুর রহমান।
ড. আসিফ নজরুল বলেন, আমরা সরকারে আসার পর থেকেই ন্যায়বিচার, বিচারব্যবস্থার সংস্কার, শহীদদের পুনর্বাসন এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছি। শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট গোষ্ঠীর সদস্যরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা প্রতিটি ঘটনার সঠিক তদন্ত করে সর্বোচ্চ মানের বিচার নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, বাংলাদেশের ‘জুলাই’ ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি কখনো বেহাত হবে না। এই অধ্যায়ের যথাযথ মূল্যায়ন করে আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
তথ্যচিত্রটির মাধ্যমে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি পুনরুজ্জীবিত করা হয় এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এর তাৎপর্য তুলে ধরা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ভারতকে ভয়ের কোন কারণ নেই, সম্পর্ক হবে সমতার...
ভারতকে ভয়ের কোন কারণ নেই, সম্পর্ক...
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রধানের দ্বিপক্ষীয়...
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প...
ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য শুল্ক চুক্তিতে প্রত্যাশা করছে বাংলাদেশ...
ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য শুল্ক চুক্তিতে প্রত্যাশা...
বাতিল হতে পারে ফ্যাসিস্টের দোসর বর্তমান আটাব কমিটি
বাতিল হতে পারে ফ্যাসিস্টের দোসর বর্তমান...
এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানার দিন চূড়ান্ত...
এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানার...
লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক :...
লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড়...