
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির চেয়ারম্যান মৌনির সাতৌরি। তিনি বলেছেন, নির্বাচনের ফলাফল সবাইকে মেনে নিতে হবে এটি পরবর্তী সময়ে দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
সম্প্রতি ঢাকায় সফরকালে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
সাতৌরি জানান, নির্বাচনের ফল যাই হোক না কেন, ইউরোপীয় পার্লামেন্ট পরবর্তী সংসদের সঙ্গে কাজ করবে। তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল নাগরিক সমাজ, রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনায় বসবে তারা।
তিনি আরও বলেন, পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) আলোচনায় মানবাধিকার, আইনের শাসন ও মৌলিক স্বাধীনতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই চুক্তি ভবিষ্যতেও বহাল থাকবে এবং উভয় পক্ষকে আবদ্ধ রাখবে।
সফরকালে সাতৌরি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, এই বোঝা বাংলাদেশ একা বহন করতে পারে না। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
প্রতিনিধিদল সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


মন্তব্য লিখুন
আরও খবর
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শফিকুল আলম
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে:...
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল...