
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার রাতে তিনি বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠকে বসবেন। বৈঠক দুটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা রেসিডেন্সে| সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ড. ইউনূস।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি পরে জানানো হবে। এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামায়াতে ইসলামী। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শনিবার রাতে বৈঠকের বিষয়টি জানানো হয়।
এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি জানান, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।
সূত্র জানায়, জামায়াত মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। তারা চায় ড. ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সূত্র মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যুতে আলোচনা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধ্যরাতে ফেসবুকে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস
মধ্যরাতে ফেসবুকে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই...
অবৈধ অবস্থানের দায়ে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
অবৈধ অবস্থানের দায়ে ৩৯ বাংলাদেশিকে ফেরত...
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান...
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের...
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর হিসাব জমার শেষ দিন আজ
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর হিসাব জমার শেষ...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুনকে জিন বলে ডাকতেন :...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুনকে জিন বলে...
সারা দেশে পুলিশের ১১ অতিরিক্ত এসপি ও এএসপির...
সারা দেশে পুলিশের ১১ অতিরিক্ত এসপি...