মা দিবস

১২:৪০ অপরাহ্ণ , ১৪ মে ২০২৫
মা দিবস

– মোহাম্মদ মহিবুর রহমান

মা জন্মদাত্রী, জীবনের আলো,
জন্মের আগে-পরে, তাঁর বন্ধন ভালো।
প্রথমেই দুচোখ মেলে দেখি মাকে,
ভালোবাসা, মায়া ও মমতায় জড়াই তাঁকে।

মায়ের আঁচল প্রশান্তির স্থান,
স্নেহে জুড়ায় সকল শিশুর প্রাণ।
মা যে আকাশসম, পবিত্র ডাক,
সন্তানের তরে নিদ্রাহীন ত্যাগ।

মা দিবস শুরু ১৯০৮ সালে,
গ্রাফটন শহর, আমেরিকার শান্ত স্থলে।
আনা জার্ভিস, মা অ্যান জার্ভিসের স্মরণে,
নতুন মাত্রা আনেন এই ভুবনে।

১৯১৪ সালে স্বীকৃতি মেলে,
প্রেসিডেন্ট উইলসনের আদেশে বলে।
মে মাসের দ্বিতীয় রবিবার,
মা দিবস আসে বিশ্বজুড়ে আবার।

মা দিবস শুধু একটি দিন নয়, চেতনার জয়গান,
এই ধরায় মায়ের সম্মান, রবে চিরকাল অম্লান।