
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার জন্য একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের এক ইভেন্টের ফাঁকে আইএফএডির প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানাই। এমন তহবিল দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ, কৃষক, নারী ও মৎস্য খাতের উদ্যোক্তাদের সহায়তা দেবে।”
বৈঠকে দুই নেতা বাংলাদেশের কৃষি উন্নয়ন ও বেসরকারি খাতের অংশীদারিত্ব নিয়ে বিভিন্ন কৌশলগত বিষয় আলোচনা করেন। এর মধ্যে ছিল গভীর সমুদ্রে মৎস্য শিল্প গড়ে তোলা, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজসহ দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তা।
অধ্যাপক ইউনূস আইএফএডি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দেন।
প্রত্যুত্তরে আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিও বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে সামাজিক ব্যবসা উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে আইএফএডি বাংলাদেশের কৃষিখাতে অর্ধডজনেরও বেশি প্রকল্পে অর্থায়ন করছে।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে আম রপ্তানি শুরু করেছি, তবে পরিমাণ এখনো কম। চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁঠাল আমদানির আগ্রহ দেখিয়েছে। তাই ফল প্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ ও গুদাম সুবিধায় বিনিয়োগ জরুরি।”
বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, যিনি জানান, বাংলাদেশের নারী দুগ্ধ খামারিরা ইতোমধ্যে মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজ তৈরি করছেন। তিনি এ খাত সম্প্রসারণে আইএফএডির সহযোগিতা চান।
বঙ্গোপসাগরে গভীর সমুদ্রের মৎস্যসম্পদ নিয়ে আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, বিনিয়োগ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে বাংলাদেশের জেলেরা এখনো অগভীর পানিতেই সীমাবদ্ধ। আমরা এখনো গভীর সমুদ্রে যেতে সাহস পাই না। আইএফএডি এই খাতে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে।”
১৯৭৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে আইএফএডি এখন পর্যন্ত ৩৭টি প্রকল্পে অংশীদার হয়েছে, যার মোট ব্যয় ৪ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার সরাসরি আইএফএডি অর্থায়ন করেছে। বর্তমানে ৪১২ মিলিয়ন ডলারের ছয়টি প্রকল্প চলমান এবং আরও একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
অধ্যাপক ইউনূস স্থানীয় সময় রবিবার বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান। তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নেবেন এবং মূল অধিবেশনে বক্তব্য রাখবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং আইএফএডির অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ডোনাল ব্রাউন।
মন্তব্য লিখুন
আরও খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল...
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য:...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা...