• জাতীয়
  • সর্বোচ্চ সতর্কতায় ট্রাইব্যুনালে আনা হলো ১৩ সেনা কর্মকর্তাকে

সর্বোচ্চ সতর্কতায় ট্রাইব্যুনালে আনা হলো ১৩ সেনা কর্মকর্তাকে

৬:২০ পূর্বাহ্ণ , ২৩ নভেম্বর ২০২৫
সর্বোচ্চ সতর্কতায় ট্রাইব্যুনালে আনা হলো ১৩ সেনা কর্মকর্তাকে

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: টিএফআই–জেআইসি সেলে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ অন্যান্য আসামির বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তাকে সকালেই কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবস্থান করছেন। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টার পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতে পারে। গুরুত্বপূর্ণ ও উচ্চসংবেদনশীল এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পুরো এলাকাকে নিরাপত্তার বিশেষ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

মামলাগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। আদালত সংশ্লিষ্টরা জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় একাধিক নিরাপত্তা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর