• জাতীয়
  • সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির জরুরি বৈঠক

সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির জরুরি বৈঠক

৬:৩৩ পূর্বাহ্ণ , ১১ জানুয়ারি ২০২৬
সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির জরুরি বৈঠক

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র বাহিনীসহ ১৬টি গুরুত্বপূর্ণ বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার সকাল ৯টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি এবং র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সমন্বয় বৈঠকে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, দেশের বিভিন্ন জায়গায় গঠিত নির্বাচনকালীন সমন্বয় কমিটিগুলোর কার্যক্রমে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। এসব দুর্বলতা দ্রুত দূর করে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগাম প্রস্তুতি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে উপস্থিত বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা নির্বাচনী নিরাপত্তা, ভোটকেন্দ্রের সুরক্ষা, তথ্য আদান-প্রদান ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়ে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন। নির্বাচন কমিশন আশা প্রকাশ করে জানায়, সব সংস্থার স

মন্তব্য লিখুন

আরও খবর