• বিনোদন
  • ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড এ বিশেষ সম্মাননায় ভূষিত হন; লেখক রিফাত মাহবুব সাকিব

৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড এ বিশেষ সম্মাননায় ভূষিত হন; লেখক রিফাত মাহবুব সাকিব

৭:২১ পূর্বাহ্ণ , ২৭ জুলাই ২০২৫
৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড এ বিশেষ সম্মাননায় ভূষিত হন; লেখক রিফাত মাহবুব সাকিব

শাহীন আলম জয়ঃ জমকালো আয়োজনে ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পদার্পণ উপলক্ষে পালিত হয় । মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড এবং কালচারাল প্রোগ্রাম -২০২৫’। ৭১ মিডিয়া ভিশন দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। চলচ্চিত্র শিল্পকলায় বিশেষ অবদান রাখার জন্য ডোকো ফিল্ম মেকার ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা ও পদক গ্রহণ করেন বিশিষ্ট ব্যাংকার লেখক গবেষক, ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব।

শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৫ʼ৩০ টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড । অনুষ্ঠানের স্বাগতম বক্তব্য রাখেন, আর.কে.রিপন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিচারপতি মোঃ জয়ন্ত আবেদিন, প্রধান আলোচকের বিশেষ বক্তব্য রাখেন, অধ্যাপক ডঃ সুকুমার বড়ুয়া, বক্তব্য রাখেন সৈয়দ মার্গুব মুর্শেদ চেয়ারম্যান, বিটিআরসি, হামিদা খানম, অধ্যাপক ডঃ রেজাবুদ্দৌলা চৌধুরী, নূরুদ্দীন আহমেদ (পরিচালক, এনটিভি), মোঃ লিয়াকত আলী ,অধ্যাপক ডঃ এম.এ.সাত্তার ,বিশিষ্ট গায়ক রবি চৌধুরী, মোঃ হাসান একরাম আহমেদ, সিইও- ইভেন্ট সিটি)। স্বাগত বক্তা বক্তব্যে ছিলেন মনজুর হোসেন ঈসা। অনুষ্ঠানের উপস্থাপনের দ্বায়িত্ব ছিলেন, তানয়া আফরিন।

বিশিষ্ট ব্যাংকার, লেখক, গবেষক, ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। এই হৃদয় বিদারক ঘটনায় পুরো জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদের শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। তিনি তার খ্যাতিসম্পন্ন পদকটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের উৎসর্গ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর