
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মো. রিমন এবং সাজেদুল ইসলাম নামে দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর তাদের ফেরত দেওয়া হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মো. রিমন ও সাজেদুল ইসলাম নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর তাদের ফেরত দেয়।
শুক্রবার (২ মে) দিবাগরাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। রিমন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন সাজেদুল ইসলাম, তিনি বগুড়া শহরের সাইফুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও করছিলেন তারা। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়। ফেরত আসা রিমন ও সাজেদুল জানান, দেশে ফিরে আসার পর তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বিজিবির আহ্বানে বিএসএফ সাড়া দেয় এবং তাদের হেফাজতে থাকা দুই শিক্ষার্থীকে রাতে ফেরত পাঠায়
মন্তব্য লিখুন
আরও খবর
নুরাল পাগলার দরবারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায়...
নুরাল পাগলার দরবারে হামলা ও লাশ...
জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনা, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল...
জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনা, বন্ধ ঢাকার সঙ্গে...
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের লাশ দেশে...
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের...
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা।
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই...
জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে আখাউড়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে আখাউড়ায় হিন্দু...