
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জানা গেছে, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে গত সপ্তাহে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টাকে একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তবুও তিনি নিজ ইচ্ছায় দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে দলের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সের সহযোগিতার জন্য কাতার সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে দোহায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের শুরুতেই বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত ৮ জানুয়ারি কাতার সরকারের সহায়তায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন...
ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে...
ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে...
আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ...
আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার...
নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধার করা হবে:...
মাইটিভির মালিক নাসির উদ্দীন সাথী গ্রেফতার
মাইটিভির মালিক নাসির উদ্দীন সাথী গ্রেফতার
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকার সবচেয়ে বড় মুসলিম...
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকার সবচেয়ে...