• আন্তর্জাতিক
  • পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা করল ভারত

পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা করল ভারত

৮:৫৭ পূর্বাহ্ণ , ১ মে ২০২৫
পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা করল ভারত

সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে, পাকিস্তানি বিমান চলাচলের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা জারি করল ভারত। ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানের কোনো সামরিক বা বেসরকারি বিমানই ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে পাকিস্তান থেকে পরিচালিত, রেজিস্টার্ড বা লিজ নেওয়া সব বাণিজ্যিক ফ্লাইট।

৩০ এপ্রিল থেকে আগামী ২৩ মে পর্যন্ত পাকিস্তানের কোনও বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না এমন নির্দেশ জারি করেছে ভারত সরকার। এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে শুধু সামরিক বিমানই নয়, পাকিস্তান রেজিস্টার্ড, পরিচালিত বা লিজ নেওয়া বেসরকারি বাণিজ্যিক বিমানও।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের আগের সিদ্ধান্তেরই প্রতিক্রিয়া হিসেবে এসেছে এই ভারতীয় সিদ্ধান্ত। পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার জেরে পাকিস্তান এরইমধ্যে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। এরপর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনাও বেড়েছে। ২৯ ও ৩০ এপ্রিল রাতে পাকিস্তান বিনা উসকানিতে গুলি চালায় বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। এর পাল্টা জবাবে ভারতও ‘আনুপাতিক প্রতিক্রিয়া’ জানায়। অন্যদিকে, পাকিস্তানের দাবি, ভারতই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, আর পাকিস্তানের পাল্টা গুলিতে ভারতীয় পোস্ট ও বাঙ্কার ধ্বংস হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানান, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, যদি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে, তাহলে তার দায়ভার ভারতকেই নিতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরইমধ্যে সেনাবাহিনীকে “সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা” দিয়েছেন, যাতে তারা হামলার জবাব কীভাবে, কোথায় ও কবে দেবে তা নিজে সিদ্ধান্ত নিতে পারে।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান, যিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি, মোদির ‘যুদ্ধ-প্ররোচনামূলক’ নীতির তীব্র সমালোচনা করেছেন। ফেসবুকে পোস্ট করে তিনি বলেন, ভারতের এই আক্রমণাত্মক মনোভাবই পাকিস্তানিদের জাতীয় ঐক্যে বাঁধছে।

অবশেষে, এদিকে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর