
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে জেলা জামায়াতের দলীয় কার্যালয় ‘আল-হেরা কমপ্লেক্সে’ আয়োজিত একটি দিনব্যাপী শিক্ষা শিবিরে এ ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন।
আখাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান জানান, দলের সাংগঠনিক অবস্থা বর্তমানে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। ইতোমধ্যে আখাউড়া ও কসবা উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে।
আতাউর রহমান সরকারের প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ও ছবি পোস্ট করে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন।
আতাউর রহমান সরকার কসবা উপজেলার পুরাতন বাজার (কাঞ্চনমুড়ী) এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কসবা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি ছিলেন। পরে তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেন।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি আতাউর রহমান সরকার লেখালেখি, সাংবাদিকতা এবং সমাজসেবায়ও নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি অনলাইন নিউজ পোর্টালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।


মন্তব্য লিখুন
আরও খবর
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত :...
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে...
এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন...
বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম
বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ...
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা...
অতীত থেকে শিক্ষা নিয়ে জবাবদিহিতার রাজনীতি গড়তে চাই:...
অতীত থেকে শিক্ষা নিয়ে জবাবদিহিতার রাজনীতি...