• আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রে জ্ঞান, দৃষ্টি ও অনুপ্রেরণার মিলনমেলা

যুক্তরাষ্ট্রে জ্ঞান, দৃষ্টি ও অনুপ্রেরণার মিলনমেলা

৬:১৫ পূর্বাহ্ণ , ১০ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রে জ্ঞান, দৃষ্টি ও অনুপ্রেরণার মিলনমেলা

জোহরা আজিন মাহাথীর যুক্তরাষ্ট্র থেকে: ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে ৮ আগস্ট শুরু হয়েছে মুনা কনভেনশন ২০২৫। মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (MUNA) আয়োজিত এই তিন দিনের মহাসম্মেলন হাজারো মানুষের পদচারণায় মুখরিত, যেখানে মূল প্রতিপাদ্য — “Torchbearers of Islam: Spreading the Faith Globally”*অর্থাৎ *“ইসলামের প্রদীপবাহী: বিশ্বজুড়ে ঈমানের আলো ছড়িয়ে দেওয়া”।

প্রথম দিনই নানা আয়োজন ও তাৎপর্যময় বক্তব্যে সমৃদ্ধ হয়েছে কনভেনশন। শুক্রবারের জুমার খুতবা প্রদান করেন খ্যাতনামা ইমাম সিরাজ ওয়াহহাজ, যা উপস্থিত মুসল্লিদের মনে আধ্যাত্মিক প্রেরণা জাগিয়েছে। এরপর মঞ্চে আসেন বিশ্বখ্যাত ইসলামি আলেম ড. ইয়াসির কাদ্দি, ও ইমাম সিরাজ ওয়াহহাজ, যারা মুসলিমদের জ্ঞান, দাওয়াহ, সেবা, শিক্ষা ও করুণার মাধ্যমে দুনিয়ায় ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল ন্যাশনাল কুরআন প্রতিযোগিতা, হ্যাকাথন ও রোবোটিক্স প্রদর্শনী, এবং ৩০০-এর বেশি স্টলের সমন্বয়ে বিশাল বাজার। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আলাদা যুব সম্মেলন MUNA Youth Program —ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পৃথক আয়োজন—যেখানে তরুণ মুসলিমরা শেখার, বেড়ে ওঠার ও একে অপরের সাথে সংযোগ তৈরির সুযোগ পেয়েছে। আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও যুব সম্মেলনের প্রথম দিন ছিল উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর।

কনভেনরের বক্তব্যে আরমান চৌধুরী মনে করিয়ে দেন যে, বিভ্রান্তি ও চ্যালেঞ্জের এই যুগে মুসলিমদের উচিত আলোর বাহক হওয়া—অজ্ঞতাকে জ্ঞানে, অবিচারকে ন্যায়ে, হতাশাকে আশায় রূপান্তরিত করা, নবী মুহাম্মদ (সা.)-এর মহান শিক্ষার প্রতিফলন ঘটানো।

এই মহাসম্মেলনের প্রতিটি মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরছে। প্রথম দিনের সাফল্যের পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে দ্বিতীয় দিনের আরও চমকপ্রদ আয়োজনের জন্য।

মন্তব্য লিখুন

আরও খবর